সুইজারল্যান্ড, কুয়েতসহ চার দেশে রাষ্ট্রদূতের মেয়াদ বাড়ল
সুইজারল্যান্ড, থাইল্যান্ড, কুয়েত ও পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের মেয়াদ বাড়িয়েছে সরকার। মঙ্গলবার (৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চাকরির মেয়াদ শেষে এ রাষ্ট্রদূতদের ফের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এরমধ্যে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. আব্দুল হাইকে আগামী ২৯ ডিসেম্বর থেকে ছয় মাসের জন্য থাইল্যান্ডের ব্যাংকক দূতাবাসে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, পররাষ্ট্র ক্যাডারের আরেক কর্মকর্তা মোহাম্মদ সুফিউর রহমানকে আগামী ১ ডিসেম্বর থেকে ছয় মাসের জন্য জেনেভায় জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনে স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডের জেনেভা দূতাবাসের রাষ্ট্রদূত, একইভাবে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সুলতানা লায়লা হোসেনের পিআরএল ও এ সংক্রান্ত সুবিধা স্থগিত করে ছয় মাসের জন্য পোল্যান্ডে ওয়ারশ দূতাবাসের রাষ্ট্রদূত পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া আগামী ১৭ নভেম্বর থেকে পরবর্তী ছয় মাসের জন্য মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
এসএইচআর/এমএ