‘অবরোধে অফিসতো বন্ধ না’
‘অবরোধে আর যাই থাকুক না কেন, অফিসতো বন্ধ না। তাই অফিসে যাওয়ার জন্য বের হয়েছি।’
বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন বুধবার (৮ নভেম্বর) সকালে মাতুয়াইলে ঢাকা পোস্টকে এ কথা বলেন বেসরকারি চাকরিজীবী রফিকুল ইসলাম।
বিজ্ঞাপন
এদিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল, যাত্রাবাড়ী, শনির আখড়া এলাকা ঘুরে দেখা যায়, সড়কে চোখে পড়ার মতো গণপরিবহন রয়েছে। এই এলাকায় অবরোধের প্রভাব কম। কাজে বের হওয়া মানুষের বেশ উপস্থিতিও রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি বিজিবিকেও টহল দিতে দেখা গেছে।
যাত্রাবাড়ী এলাকায় দায়িত্বরত পুলিশের এক সদস্য ঢাকা পোস্টকে বলেন, বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচি ঘিরে আমরা অত্যন্ত তৎপর রয়েছি। জনগণের জানমাল রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি।
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। বুধবার সকাল ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত।
এদিকে অবরোধ কর্মসূচির শুরুতেই ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এতে নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় সকাল সাড়ে ৭টায় এই মিছিল অনুষ্ঠিত হয়।
এসএইচআর/জেডএস