বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সহকারী পরিচালক (আইন) মো. কামাল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে শারীরিক অসুস্থতা জনিত কারণে তিনি মারা যান। 

বিটিআরসির উপ-পরিচালক (মিডিয়া) মো. জাকির হোসেন খাঁন, এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিটিআরসি পরিবার তার রুহের মাগফেরাত কামনা করছে। তার পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

কামাল হোসেনের এক আত্মীয় জানান, ২০০৪ সালে তিনি কক্সবাজারের রামু থেকে এসএসসি এবং ২০০৬ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাস করে ২০০৬-০৭ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। আইন বিভাগ থেকে বের হয়ে আর্থিক প্রতিষ্ঠান SABINCO তে আইন কর্মকর্তা হিসেবে কিছুদিন চাকরি করেন। এরপর কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে যোগ দেন। সর্বশেষ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনে (বিটিআরসি) সহকারী পরিচালক (আইন) হিসেবে যোগদান করেন।

কয়েক মাস আগে তার কলোরেক্টাল ক্যান্সার শনাক্ত হয়, চতুর্থ স্টেজে। ক্যান্সার যকৃতের কয়েকটি জায়গাতেও ছড়িয়ে যায়। প্রয়োজনীয় কেমোথেরাপি প্রদান ও অন্যান্য ব্যবস্থা গ্রহণের পর চিকিৎসকরা প্রথমে অপারেশন করে কোলন/রেকটামের আক্রান্ত অংশ ফেলে দেন এবং মলমূত্র ত্যাগের জন্য আলাদা টিউবের ব্যবস্থা করে দেন। অপারেশন সফল হয়। কিন্তু একটা পর্যায়ে এসে ইনফেকশন দেখা দেয়। এই অপারেশনের পরে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে যকৃতের অপারেশন করার কথা ছিল। 

একে/ওএফ/এনএফ