রাজধানীর ওয়ারীতে কাভার্ড ভ্যানের নিচে একটি প্রাইভেটকার আটকা পড়েছে। এ ঘটনায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গেছে।

বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের দিকে এই দুর্ঘটনায় সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আজ রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে ওয়ারীতে একটি প্রাইভেটকার কাভার্ড ভ্যানের নিচে আটকে পড়ে আছে। খবর পাওয়ার পর উদ্ধার অভিযানের জন্য  ঘটনাস্থলে আমাদের দুইটি ইউনিট গেছে। প্রাথমিকভাবে এ ঘটনায় আমরা হতাহতের কোনো সংবাদ পাইনি।

এবিষয়ে ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান বলেন, প্রাভেটকারের ভেতরে আমরা একজনকে দেখতে পাচ্ছি আটকে আছেন। তাকে গুরুতর আহত অবস্থায় দেখা গেছে। ভেতরে আটকে থাকা ব্যক্তি অচেতন অবস্থায় আছেন। আমাদের উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজ শেষ হলে বিস্তারিত বলা যাবে।

এমএসি/এমএ