হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক গ্রেফতার
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (১১ এপ্রিল) মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারী থেকে র্যাব ও ডিবির যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
ডিবির যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম বলেন, আজিজুল হককে গ্রেফতারের পর ঢাকায় ডিবি কার্যালয়ে আনা হয়। এরপর তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতার ঘটনা এবং ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এআর/এইচকে/জেএস