সিইসির তফসিলের পরও ‘প্রশ্ন’ থাকলে জবাব দেবেন ইসি সচিব
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ভাষণের পর যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে তার জবাব দেবেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
এর আগে, বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় কিছুক্ষণ সভা করার পর মাগরিবের নামাজের বিরতি দিয়ে ৫টা ৪০ মিনিটে সিইসির কক্ষে কমিশনের ২৬তম মুলতবি সভা আবার শুরু হয়। এ সভায় ভোটের দিনক্ষণ চূড়ান্ত হবে। এই সভা শেষ করেই সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে তফসিল নিয়ে ভাষণ দেবেন সিইসি।
বিজ্ঞাপন
ইসির জনসংযোগ পরিচালক সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক জানান, তফসিল ঘোষণার পর কারও কোনো প্রশ্ন থাকলে সে বিষয়ে কথা বলবেন ইসি সচিব। নির্বাচন ভবনে ইসি সচিবের দপ্তরের সামনেই ব্রিফিং করবেন সচিব।
এসআর/এসএম
বিজ্ঞাপন