দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানা গেছে। কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকা রেলওয়ে স্টেশনে থাকা অন বোর্ড স্ক্রিনে দেখা গেছে, জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস (৭৯৯) ট্রেন সকাল সাড়ে ১০টায় ছাড়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত ছাড়েনি। তবে প্লাটফর্ম নম্বর সাত দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) ট্রেন সকাল ১০টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি এখনো ছাড়েনি, কিন্তু প্লাটফর্ম নম্বর এক দেওয়া হয়েছে। সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭) সকাল ১১টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলে সেটিও ছাড়েনি।

তবে এসব ট্রেন কখন ছাড়তে পারে সে বিষয়ে কোনো সম্ভাব্য সময় জানানো হয়নি।

এ ব্যাপারে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমাদের প্রতিটি ট্রেন ৪/৫দিন যাবৎ দেরিতে যাচ্ছে। বিভিন্ন জায়গায় রেললাইনের সিগন্যাল মোটর পরিবর্তন করা হচ্ছে। ফলে শিডিউল টাইমে ট্রেনগুলো ঢাকায় না পৌঁছাতে পারার কারণে ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হচ্ছে।

এমএইচএন/কেএ