করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে সরকারের দেওয়া কঠোর লকডাউনের মধ্যেও সারাদেশে জিম বা শরীর চর্চা কেন্দ্র চালু রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ জিম মালিক সমিতি।

মঙ্গলবার (১৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক ইলিয়াস মিয়া বলেন, বৈশ্বিক করোনা মহামারির এ কঠিন সময় সারাদেশের জিমগুলো স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করছে। লকডাউনের সময় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে আমরা প্রতিপালন করছি। প্রতিটি জিমে সর্বোচ্চ সতর্কতা মেনে প্রবেশ ও ব্যায়ামের সময় পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস ও মাস্ক সরবরাহ করেছি। সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে কম সংখ্যক ব্যক্তিকে ব্যায়াম করার সুযোগ দিয়েছি। সরকার নির্দেশিত কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট , শপিং মল খোলা রাখার পাশাপাশি জিম বা শরীর চর্চা কেন্দ্রগুলোও খোলা রাখা প্রয়োজন বলে আমরা মনে করি।

তিনি আরও বলেন, লকডাউন মানুষ ঘরে অবস্থান করে। এসময় তাদের স্বাস্থ্য ভেঙে পড়ে। তাতে কোভিড মোকাবিলা কঠিন হয়ে দাঁড়ায়। যদি নিয়মিত মানুষ শরীর চর্চার মধ্যে থাকে, তবে তার শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়। যা কোভিড নিয়ন্ত্রণে কার্যকরী। তাই কঠোর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে জিম খোলা রাখার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক মিন্টু আকরাম, কামরুজ্জামান বিপ্লব, সদস্য সোহরাব রিপন, আশিকুর পলাশ, দ্বিন ইসলাম দ্বিনু, মামুন মিয়া, মাসুদ রানা ও একে আজাদ।

এমএইচএন/এসকেডি