ডেমরায় বাসের ধাক্কায় আহত আরও একজনের মৃত্যু
রাজধানীর ডেমরা এলাকায় আসিয়ান নামের একটি বাসের ধাক্কায় আহত আবুল হোসেন (৪৫) নামে আরও এক লেগুনা যাত্রী মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ এমার্জেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ডেমরায় বাসের লেগুনায় থাকা আহত যাত্রী আবুল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে একই ঘটনায় নারী-কিশোরীসহ ৩জন নিহত হয়। আহত আরও দুইজনের চিকিৎসা চলছে। নিহত ওই ব্যক্তির বাড়ি যাত্রাবাড়ী থানার মাতুয়াইল পশ্চিমপাড়া এলাকায়।
বিজ্ঞাপন
এসএএ/এমএ