দেশের তথ্য পরিকাঠামো সাইবার হামলার ঝুঁকির মধ্যে বলে জানিয়েছে সরকারের সাইবার ইস্যু দেখভালকারী প্রতিষ্ঠান বিজিডি ই-গভ সার্ট।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সাইবার নিরাপত্তায় সতর্কতা সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে সার্ট জানিয়েছে, বাংলাদেশের সাইবার স্পেসের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম সক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ থ্রেট ইনটেলিজেন্স সংক্রান্ত তথ্যাদি প্রকাশ করে থাকে।

এরই ধারাবাহিকতায় সার্ট সাম্প্রতিককালে তথ্য পরিকাঠামোর জন্য ঝুঁকিপূর্ণ কিছু দুর্বলতা চিহ্নিত করেছে। এরূপ ঝুঁকিপূর্ণ দুর্বলতাসমূহ ডিজিটাল অবকাঠামো হতে দূরীকরণের মাধ্যমে সম্ভাব্য সাইবার আক্রমণ প্রতিহত করা যেতে পারে।

সাইবার নিরাপত্তা বিষয়ক পরামর্শে সার্ট বলেছে, ক্রমবর্ধমান সাইবার হামলা রুখতে সামগ্রিক দক্ষতা বাড়ানো, ঝুঁকিপূর্ণ হুমকিসমুহ চিহ্নিতকরণে উদ্যোগ গ্রহণ, দুর্বলতার কারণ চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ, সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ, বিগত ছয় মাসের নেটওয়ার্ক কমিউনিকেশন লগ পর্যবেক্ষণ এবং ভিএপিটি পরিচালনা করতে হবে। 

ওএফএ/এমএ