কর্মস্থলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সব শ্রমিকের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতের দাবি জানিয়েছেন শ্রমিক নিরাপত্তা ফোরামের নেতারা।

শুক্রবার (২৪ নভেম্বর) তাজরীন গার্মেন্টসের অগ্নিকাণ্ডের ১১ বছর স্মরণে শ্রমিক নিরাপত্তা ফোরামের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এ দাবি জানানো হয়। এর আগে জুরাইন কবরস্থানে অগ্নিকাণ্ডে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন  করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, তাজরীন গার্মেন্টস দুর্ঘটনার ১১ বছর হয়ে গেলেও এখনো ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তার পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। নিহত শ্রমিকের পরিবার ও আহত শ্রমিকদের আজও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়নি। কারখানা মালিকসহ দোষীদের এখনো শাস্তি নিশ্চিত করতে পারেনি সরকার। 

এসময় তাজরীন ট্রাজেডিসহ সব দুর্ঘটনার বিচার, উপযুক্ত ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি নিরাপদ কারখানা ও কর্মস্থল নিশ্চিত করার দাবি জানানো হয়।

এছাড়া প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক নির্বিশেষে সব শ্রমিককে শ্রম আইনের আওতায় আনা, ক্ষতিপূরণের জাতীয় মানদণ্ড তৈরি করা, পেশাগত রোগে আক্রান্ত ও দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং হাসপাতালগুলোতে বিশেষ ইউনিট স্থাপন, প্রতিটি শিল্প কারখানায় শ্রমিক কল্যাণ তহবিল গঠন ও কার্যকর করা এবং শ্রম সংক্রান্ত আইন ও বিধি বিধান লঙ্ঘনকারীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কপের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, সাইফুজ্জামান বাদশা, আব্দুল ওয়াহেদ, নূরুল আমিন, গার্মেন্টস শ্রমিক নেতা খালেকুজ্জামান লিপন প্রমুখ।

এএসএস/এমএ