করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। মঙ্গলবার (১৩ এপ্রিল) সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি টিকার এ ডোজ নেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, সেনাপ্রধান মঙ্গলবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি একই হাসপাতালে তিনি টিকার প্রথম ডোজ নেন।

এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ১০ হাজার ৫৭৯ জন। আর প্রথম ডোজের টিকা নিয়েছেন ২৬ হাজার ৭৫০ জন।

এদের মধ্যে মাত্র সাত জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। আর এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৬ লাখ ৭৬ হাজার ৩১৩ জন।
 
এনএম/আরএইচ