চারপাশে অথই জলরাশি। বঙ্গোপসাগরের মাঝখানে বিচ্ছিন্ন দ্বীপ। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় যেতে হলে সাগর পাড়ি দেওয়া ছাড়া ভিন্ন কোনো উপায় নেই। সেই যাত্রাকে নিরাপদ করার অঙ্গীকার করেছেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহফুজুর রহমান মিতা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) চট্টগ্রাম জেলা রিটার্নিং কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অঙ্গীকার করেন।

এ সময় মাহফুজুর রহমান মিতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সভাপতি আমাকে সন্দ্বীপ আসন থেকে তিন বার মনোনয়ন দিয়েছেন। দুই বার জনগণ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। এবারও ইনশাআল্লাহ জনগণ আমাকে এমপি নির্বাচিত করবেন। সন্দ্বীপবাসী একটি নিরাপদ নৌ-যাত্রা চায়। নির্বাচিত হয়ে প্রথমে নিরাপদ নৌ যাতায়াতের ব্যবস্থা করব। ইতোমধ্যে এটির কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, আমাদের সন্দ্বীপ ছিল অবহেলিত। শেখ হাসিনার কল্যাণে আজকে সন্দ্বীপ সমৃদ্ধ জনপদে পরিণত হয়েছে। মানুষ প্রধানমন্ত্রীর উন্নয়নে খুশি। আমার বিশ্বাস, সন্দ্বীপের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য। নৌকা সন্দ্বীপে বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ। 

তিনি আরও বলেন, সন্দ্বীপবাসীর প্রত্যাশিত প্রার্থী আমি ছিলাম। শেখ হাসিনা জনগণের মনের ভাষা বুঝতে পেরেছেন। তিনি বুঝতে পেরেছেন বলেই আমাকে মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রীর সম্মান রক্ষার দায়িত্ব আমাদের। আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে সন্দ্বীপ আসন উপহার দেব।

মিতা বলেন, শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। তিনি আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি প্রতিটা মুহূর্ত সন্দ্বীপবাসীর পাশে ছিলাম। সেজন্য মানুষ নিশ্চয় আমাকে ভোট দেবে।

এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাইন উদ্দীন মিশন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাজহারুল ইসমাল ও মগধরা ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন।

এমআর/এমজে