মাঝারি দাবদাহে পুড়ছে দেশের অধিকাংশ এলাকা
বছরের প্রথম দিন দেশের উত্তরাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। কিছু এলাকায় বৃষ্টির আভাস থাকলেও ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে।
বুধবার (১৪ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য নিশ্চিত করেছে। আবহাওয়া অফিস জানায়, বাংলা বছরের প্রথম দিনে দেশে বৃষ্টি ও প্রচণ্ড রোদের দেখা মিলছে। অধিকাংশ এলাকাতেই বয়ে যাচ্ছে দাবদাহ।
বিজ্ঞাপন
আগামী ১২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞাপন
এদিকে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাঙামাটি, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও পটুয়াখালী অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। এসব এলাকায় তাপমাত্রা গড়ে প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।
ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ লঘুচাপের বর্ধিত অংশ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
একে/এইচকে