বাংলাদেশ নিয়ে বিজেপির সাবেক সভাপতি ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্য ‘মুখরোচক’ বলে অ্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের উষ্ণ ও সোনালি অধ্যায় চলমান রয়েছে। কিন্তু হঠাৎ করে এমন মুখরোচক কথা অনেক সময় বেশ অসুবিধা ও বিভ্রান্তি সৃষ্টি করে।

বাংলাদেশের গরিব মানুষ এখনও খেতে পাচ্ছে না’ ভারতের দৈনিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে অমিত শাহর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী মোমেন ঢাকা পোস্টকে এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওনার (অমিত শাহ) জ্ঞানের বোধহয় অভাব আছে। আমাদের দেশে কোনো মঙ্গা নেই এবং কেউ না খেয়ে মারা যায় না। আমরা অর্থনৈতিকভাবে যথেষ্ট ভালো অবস্থানে আছি। আমরা চাই জ্ঞানের পরিধি বাড়ুক। আমাদের মধ্যে যে উষ্ণ ও সোনালি অধ্যায় চলমান রয়েছে হঠাৎ করে এমন মুখরোচক কথায় অনেক সময় বেশ অসুবিধা ও বিভ্রান্তি সৃষ্টি করে। সাধারণ মানুষ অনেক সময় এগুলো পছন্দ করেন না।’

বাংলাদেশ নিয়ে অমিত শাহর মন্তব্য ভারত সরকারের নয় বরং ব্যক্তিবিশেষের মন্তব্য বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

গতকাল (১৩ এপ্রিল) আনন্দবাজার পত্রিকায় একটি সাক্ষাৎকার প্রকাশ করে। সেখানে অমিত শাহ বলেন, বাংলাদেশের গরিব মানুষ এখনও খেতে পায় না। তাই তারা ভারতে আসে।

ভারত থেকে বহুলোকের বাংলাদেশে কাজ করতে আসার প্রবণতা রয়েছে জানিয়ে মোমেন বলেন, ‘বাংলাদেশ নিয়ে ওনার (অমিত শাহ) যে দুশ্চিন্তা এগুলো অলীক। বরং ভারতের বহুলোক বাংলাদেশে কাজ করে, তারা প্রফেশনালি কাজ করতে প্রায়ই এখানে (বাংলাদেশে) আসতে চায়। ভারত থেকে বাংলাদেশে কাজ করতে আসার বড় ধরনের একটা প্রবণতাও আছে।’

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অগ্রহণযোগ্য’ বক্তব্যে বাংলাদেশ কোনো প্রতিবাদ জানাবে কি না- এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, ‘এটা ভারত সরকারের কোনো মতামত নয়। ওনার বক্তব্য আমি দেখিনি, আর কোন পরিপ্রেক্ষিতে উনি এটা বলেছেন, সেটাও দেখতে হবে।’

এনআই/এমএইচএস