দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী নসরুল হামিদ বিপুসহ ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) ঢাকা জেলা প্রশাসক এবং জেলার পাঁচটি আসনের রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

ঢাকা-৩ আসন থেকে মোট ৯টি মনোনয়ন দাখিল করা হয়। এর মধ্যে আব্দুস সালাম-ন্যাশনাল পিপলস পার্টি, মো. রমজান-বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, মো. জাফর-বাংলাদেশ কংগ্রেস, আব্দুর রাজ্জাক-জাকের পার্টি, নসরুল হামিদ বিপু-আওয়ামী লীগ এবং কুদ্দুস মো. মনির সরকার-জাতীয় পার্টি —এ ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

আর মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন– মো. ফারুক-স্বতন্ত্র, আব্দুল কুদ্দুস মিয়া-বাংলাদেশ তরিকত ফেডারেশন এবং মো. আলী রেজা-স্বতন্ত্র।

প্রসঙ্গত, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিলের শুনানি করবে নির্বাচন কমিশন।

এনআই/এনআর/এসএসএইচ