বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন।

পরে সিইসি সাংবাদিকদের সঙ্গে অন্যান্য বিষয়ে কথা বলতে এলে এক সাংবাদিক জানতে চান, শাহজাহান ওমর তার (সিইসি) সঙ্গে কেন দেখা করেছিলেন? জবাবে সিইসি বলেন, ‘ওটা আমার বিষয় নয়।’

এ সময় আরেক সাংবাদিক জানতে চান, নির্বাচনী অনুসন্ধান কমিটি অনেক প্রার্থীকে শোকজ দিলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? এই প্রশ্ন শেষ হওয়ার আগেই সিইসি বলেন, ‘আমি যতটুকু বলার ততটুকুই বলেছি। এর বাইরে কিছু বলব তা আমি বলিনি।’

এর আগে সিইসি আপিল কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় তিনি বলেন, ‘আপনারা জানেন আমাদের ইলেকটোরাল প্রসেসের অংশ হচ্ছে নমিনেশন সাবমিশন। নমিনেশন সাবমিশন শেষ হলেই অনেকেই সংক্ষুব্ধ হয়ে আপিল করতে পারেন। নমিনেশন সাবমিশনের পরে বাছাই হয়, বাছাইয়ের পরে রিটার্নিং অফিসাররা অনেকগুলো নমিনেশন তারা একসেপ্ট করে নেন এবং অনেকগুলো প্রত্যাখ্যান করেন। যারা প্রত্যাখ্যাত হন তারাই কিন্তু আপিল করতে পারেন। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল ফাইল করতে পারবে। আমাদের এখানে ১০টি অঞ্চলের জন্য ১০টি বুথ করা আছে। আমি আজ প্রথম দেখলাম আমাদের অফিসাররা আপিল গ্রহণ করছেন এবং লিপিবদ্ধ করছেন। এরপর এগুলো আপিল শুনানিতে দাখিল করা হবে। আগামী ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানি হবে। আমরা তখন পুরো কমিশন বসে আপিলগুলো শুনব। আপিল শুনে আমরা আমাদের সিদ্ধান্ত দেব।’

এসআর/আরএইচটি