'এবার আমরা কতজন যে বাবা মা হারিয়ে এতিম হব, তা জানেন একমাত্র আল্লাহপাক। আমরা জানি না, কতজন সন্তানহারা হব।'

বুধবার (১৪ এপ্রিল) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা লেখেন আলোচিত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন।

স্ট্যাটাসে তিনি লেখেন, 'রোজার এই ৩০ রাতে তাহাজ্জত নামাজের সুযোগটা আমরা মিস না করি। সারা বছর তো এই সুযোগ পাই না আমরা। একটু বেশি সময় ধরে সেজদায় পড়ে থেকে মহান রবের কাছে এই অভিশাপ মুক্তির জন্য প্রার্থনা করি সবাই। হয়ত তিনি শুনবেন আমাদের অসহায়ত্ব আর কান্না।’

উল্লেখ্য, 'তিন মাসে দুর্নীতি দূর করতে ১০ কর্মকর্তার উইং চান অতিরিক্ত সচিব' রেলপথ মন্ত্রণালয়ে থাকাকালে তাকে উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ হয় দেশের একটি শীর্ষ অনলাইন গণমাধ্যমে। এ বক্তব্যের জন্য গত বছরের ৬ আগস্ট তাকে ওএসডি করা হয়। এরপর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। সেই মামলায় দণ্ড হিসেবে তাকে ১ মার্চ ‘তিরস্কার’ করা হয়।

রেলপথ মন্ত্রণালয়ের আগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুব কবীর মিলন। কিছু সময়ের জন্য ছিলেন কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও। এ সময় তিনি খাদ্যে ভেজাল ও নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে আলোচিত হন।

এসএইচআর/এসকেডি