আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানির প্রথম পর্ব শেষ হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (ব্যাজমেন্ট-২) এ কার্যক্রম চলে।

আপিল শুনানিতে প্রার্থীদের বক্তব্য শুনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা রায় ঘোষণা করেছেন। 

আপিলের ফলাফল-

১. টাঙ্গাইল-৫: খন্দকার আহসান হাবীব (স্বতন্ত্র) নামঞ্জুর, ২. টাঙ্গাইল ২: মো. ইউনুস ইসলাম তালুকদার (স্বতন্ত্র) মঞ্জুর, ৩. জামালপুর-২: মো. আব্দুল হালিম মন্ডল (জাকের পার্টি) নামঞ্জুর, ৪. যশোর-২২: এস. এম হাবিবুর রহমান (স্বতন্ত্র) মঞ্জুর, ৫. জামালপুর-২: মো. জিয়াউল হক জিয়া (স্বতন্ত্র) মঞ্জুর, ৬. ফরিদপুর-১: মোহাম্মদ আরিফুর রহমান (স্বতন্ত্র) মঞ্জুর, ৭. নোয়াখালী-২২: তালেবুজ্জামান (জাতীয় পার্টি) মঞ্জুর, ৮. যশোর-১: মো. আক্তারুজ্জামান (জাতীয় পার্টি) মঞ্জুর, ৯. কিশোরগঞ্জ-৩: মো. নাসিরুল ইসলাম খান (আওয়ামী লীগ) মঞ্জুর, ১০. টাঙ্গাইল-৬: সৈয়দ মাহমুদুল ইলাহ (স্বতন্ত্র) নামঞ্জুর, ১১. গোপালগঞ্জ-১: মোহাম্মদ কবির মিয়া (স্বতন্ত্র) মঞ্জুর, ১২. নেত্রকোনা-১: মো. ছমীর উদ্দিন (জাকের পার্টি) নামঞ্জুর, ১৩. খুলনা-৬: মো. শফিকুল ইসলাম মধু (জাতীয় পার্টি) মঞ্জুর, ১৪. চট্টগ্রাম-৮: আবদুচ সালাম (স্বতন্ত্র) মঞ্জুর, ১৫. বরগুনা-১: মো. খলিলুর রহমান (স্বতন্ত্র) মঞ্জুর, ১৬. খুলনা-৪: শেখ হাবিবুর রহমান (তৃণমূল বিএনপি) মঞ্জুর, ১৭. মেহেরপুর-২: মোখলেসুর রহমান (স্বতন্ত্র) মঞ্জুর, ১৮. মুন্সীগঞ্জ-২: সোহানা তাহমিনা (স্বতন্ত্র) নামঞ্জুর, ১৯. চট্টগ্রাম-৪: মোহাম্মদ ইমরান (স্বতন্ত্র) নামঞ্জুর, ২০. ময়মনসিংহ-১০: মোহাম্মদ আবুল হোসেন (স্বতন্ত্র) নামঞ্জুর, ২১. রংপুর-২: বিশ্বনাথ সরকার (স্বতন্ত্র) মঞ্জুর, ২২. ঢাকা-২০: মো. মিনহাজ উদ্দি (বিএসপি) মঞ্জুর, ২৩. ফরিদপুর-১: মাহমুদা বেগম (স্বতন্ত্র) মঞ্জুর, ২৪. চট্টগ্রাম-২: মোহাম্মদ শাহজাহান (স্বতন্ত্র) মঞ্জুর, ২৫. মুন্সিগঞ্জ-৩: মমতাজ সুলতানা আহমেদ (বিএনএফ) মঞ্জুর, ২৬. মাদারীপুর-২: ইউসুফ আলী সুমন (বিএসপি) মঞ্জুর, ২৭. চট্টগ্রাম-১৫: আব্দুল মোতালেব (স্বতন্ত্র) মঞ্জুর, ২৮. যশোর-৩: মো. মহিদুল ইসলাম (জাকের পার্টি) মঞ্জুর, ২৯. যশোর-৫: মো. হাবিবুর রহমান (জাকের পার্টি) নামঞ্জুর, ৩০. ঢাকা-৫: মো. কামরুল হাসান (স্বতন্ত্র) মঞ্জুর।

৩১. চট্টগ্রাম-১: মোহাম্মদ গিয়াস উদ্দিন (স্বতন্ত্র) মঞ্জুর, ৩২. যশোর-৫: শেখ নুরুজ্জামান (বিএনএম) মঞ্জুর, ৩৩. মুন্সিগঞ্জ-২: মো. বাচ্ছু শেখ (বিএনএফ) মঞ্জুর, ৩৪. যশোর-৩: মোহিত কুমার নাথ (স্বতন্ত্র) মঞ্জুর, ৩৫. খুলনা-৪: এস. এম. মোর্ত্তজা রশিদী দারা (স্বতন্ত্র) নামঞ্জুর, ৩৬. যশোর-৬: হোসাইন মোহাম্মদ ইসলাম (স্বতন্ত্র) নামঞ্জুর, ৩৭. ঢাকা-১২: খোরশেদ আলম খুশু (জাতীয় পার্টি)- আদেশ পরে হবে, ৩৮. টাঙ্গাইল-৬: কাজী এটিএম আনিছুর রহমান বুলবুল (স্বতন্ত্র) নামঞ্জুর, ৩৯. রংপুর-২: মো. জিল্লুর রহমান (বিএনএফ) নামঞ্জুর, ৪০. কুষ্টিয়া-১: মহা. ফিরোজ আল মামুন (স্বতন্ত্র) পরে সিদ্ধান্ত হবে, ৪১. কুমিল্লা-২: এ.টি.এম মঞ্জুরুল ইসলাম (জাকের পার্টি) মঞ্জুর, ৪২. যশোর-৬: মো. আজিজুল ইসলাম (স্বতন্ত্র) মঞ্জুর, ৪৩. বরিশাল-৬: মোহাম্মদ শামসুল আলম (স্বতন্ত্র) মঞ্জুর, ৪৪. চট্টগ্রাম-৫: মুহাম্মদ শাহজাহান চৌধুরী (স্বতন্ত্র) নামঞ্জুর, ৪৫. চট্টগ্রাম-৫: স্বপন কুমার সরকার (স্বতন্ত্র) নামঞ্জুর, ৪৬. সিলেট-২: মো. আব্দুর রব (তৃণমূল বিএনপি) আদেশ পরে হবে, ৪৭. নেত্রকোনা-২: সুব্রত চন্দ্র সরকার (স্বতন্ত্র) নামঞ্জুর, ৪৮. কুমিল্লা-৫: সাজ্জাদ হোসেন (স্বতন্ত্র) মঞ্জুর, ৪৯. মুন্সিগঞ্জ-১: মাহী বদরুদ্দোজা চৌধুরী (বিকল্পধারা বাংলাদেশ) মঞ্জুর, ৫০. কুমিল্লা-৫: এ ম তাহের (স্বতন্ত্র) মঞ্জুর, ৫১. কক্সবাজার-১: সালাহ উদ্দিন আহমেদ (আওয়ামী লীগ) পরে আদেশ হবে, ৫২. বরগুনা-১: মোহাম্মদ নুরুল ইসলাম (স্বতন্ত্র) মঞ্জুর, ৫৩. চাঁপাইনবাবগঞ্জ-১: সৈয়দ নজরুল ইসলাম (স্বতন্ত্র) মঞ্জুর, ৫৪. বগুড়া-৭: মো. আসাফুদ্দৌলা (স্বতন্ত্র) নামঞ্জুর, ৫৫. বগুড়া-৭: মো. মোস্তাফিজুর রহমান মিলু (স্বতন্ত্র) নামঞ্জুর, ৫৬. বগুড়া-৭: জুলফিকার আলী (স্বতন্ত্র) নামঞ্জুর, ৫৭. গাইবান্ধা-২: শাহ সারোয়ার কবীর (স্বতন্ত্র) মঞ্জুর।

৫৮. গোলাম মোহাম্মদ মোস্তফা (স্বতন্ত্র)- শরীয়তপুর-১- মঞ্জুর, ৫৯. মো. হানিফ দিহিদার (বাংলাদেশ জাতীয় পার্টি)- ঢাকা-৬- নামঞ্জুর, ৬০. মো. শাহীদ আলম (জাতীয় পার্টি)- খুলনা-৫- আদেশ পরে হবে, ৬১. এ. বি. এম জিয়া উদ্দিন (বিএসপি)- ময়মনসিংহ-১১- মঞ্জুর, ৬২. মো. জয়নাল আবেদীন (স্বতন্ত্র)- নীলফামারী-২- মঞ্জুর, ৬৩. আনোয়ারুল কবির (রিন্টু আনোয়ার)- স্বতন্ত্র- ফেনী-৩- নামঞ্জুর, ৬৪. মো. দেলাব্বর হোসেন (বাংলাদেশ কংগ্রেস)- লালমনিরহাট-২- মঞ্জুর, ৬৫. মো. আ. মান্নান মুসল্লী (স্বতন্ত্র) রাজবাড়ি-১ ও ২- নামঞ্জুর, ৬৬. মো. আফাজ উদ্দিন (বিএসপি)- নারায়ণগঞ্জ-১- নামঞ্জুর, ৬৭. মো. জাফর ইকবাল নান্টু (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)- ঢাকা-১৩- মঞ্জুর, ৬৮. ফারজানা রাব্বী রুবলী (স্বতন্ত্র)- গাইবান্ধা-৫- মঞ্জুর, ৬৯. সৈয়দ সাফায়েতুল ইসলাম (স্বতন্ত্র)- কিশোরগঞ্জ-১-মঞ্জুর, ৭০. মো. আতাউর রহমান (স্বতন্ত্র)- বগুড়া-৭- নামঞ্জুর, ৭১. মো. আনোয়ার হোসেন (স্বতন্ত্র)- নেত্রকোনা- ৫- মঞ্জুর, ৭২. এস. এম আরিফুল ইসলাম (স্বতন্ত্র)- ঢাকা-৫- নামঞ্জুর, ৭৩. মো. গোলাম মোস্তাফা (তৃণমূল বিএনপি)- জামালপুর-১- মঞ্জুর।

৭৪. শফী আহমেদ (স্বতন্ত্র)- নেত্রকোনা-৪- নামঞ্জুর, ৭৫. ডলি সায়ন্তনী (বিএনএম)- পাবনা-২- মঞ্জুর, ৭৬. এম এম নিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি)- গাজীপুর-১- মঞ্জুর, ৭৭. আবুল কাশেম মুহাম্মদ ফখরুল ইসলাম (স্বতন্ত্র)- ঝালকাঠি-১- মঞ্জুর, ৭৮. নাহিদ ইসলাম (স্বতন্ত্র)- নওগা-৬- নামঞ্জুর, ৭৯. নজরুল ইসলাম মিলন (স্বতন্ত্র)- বগুড়া-৭- নামঞ্জুর, ৮০. জাহিদ ফারুক (আওয়ামী লীগ)- বরিশাল-৫- আদেশ পরে হবে (পানি সম্পদ প্রতিমন্ত্রী- স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহর বিরুদ্ধে আপিল), ৮১. রাফিউর রহমান খান ইউসুফ জাই (স্বতন্ত্র)- টাঙ্গাইল-৭- মঞ্জুর, ৮২. মো. নিজাম উদ্দিন নাছির (জাকের পার্টি)- চট্টগ্রাম-৩- নামঞ্জুর, ৮৩. খালেদ শওকত আলী (স্বতন্ত্র)- শরিয়তপুর-২- মঞ্জুর, ৮৪. মো. হালিমুল হক মীরু (স্বতন্ত্র)- সিরাজগঞ্জ-৬- মঞ্জুর, ৮৫. মো. আব্দুল হামিদ (বাংলাদেশ কংগ্রেস)- কুড়িগ্রাম-৪- মঞ্জুর, ৮৬. মো. নুরুল বশর (স্বতন্ত্র)- কক্সবাজার-৪- নামঞ্জুর, ৮৭. ওমর খৈয়াম নয়ন (বাংলাদেশ জাতীয় পার্টি)- গোপালগঞ্জ-২- নামঞ্জুর, ৮৮. অ্যাডভোকেট টিপু সুলতান (জাকের পার্টি)- কুমিল্লা-৯- নামঞ্জুর, ৮৯. জাহাঙ্গীর আলম (জাকের পার্টি)- কুমিল্লা-১০- নামঞ্জুর, ৯০. মো. আফজাল হোসেন (স্বতন্ত্র)- বগুড়া-৩- মঞ্জুর, ৯১. মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম) (বাংলাদেশ কংগ্রেস পার্টি)- বগুড়া-৪- মঞ্জুর, ৯২. মো. আজহারুল ইসলাম খান (বাংলাদেশ কংগ্রেস)- নেত্রকোনা-২- মঞ্জুর, ৯৩. এম এ আউয়াল (তৃণমূল বিএনপি)- লক্ষ্মীপুর-১- আদেশ পরে হবে, ৯৪. মুহিবুর রহমান (স্বতন্ত্র)- সিলেট-২- আদেশ পরে হবে।

এরমধ্য দিয়ে নির্বাচন কমিশন বরাবর দায়ের করা আপিল আবেদনগুলোর প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। ১০-১৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২) এ আপিল আবেদনের শুনানি প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সোমবার (১১ ডিসেম্বর) ৯৫-২০০ নম্বর আপিল, ১২ ডিসেম্বর ২০১-৩০০ নম্বর আপিল, ১৩ ডিসেম্বর ৩০১-৪০০ নম্বর আপিল, ১৪ ডিসেম্বর ৪০১-৫০০ নম্বর আপিল এবং ১৫ ডিসেম্বর ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। 

আরএইচটি/পিএইচ