মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন

বাংলাদেশের বিভিন্ন সমুদ্রবন্দরে জেটি নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সম্ভাব্যতা যাচাই করার জন্যও নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক এ নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আলোচনার সময় একটি নির্দেশনা দিয়েছেন- আমাদের যে সমুদ্র তীর আছে তাতে ডেক বা জেটি নেই। আপনারা যারা বিদেশে গিয়েছেন তারা দেখেছেন যে সব সমুদ্র বন্দরে একটি জেটি থাকে, মানে একটি টার্মিনালের মত। সেখানে জাহাজগুলো থাকে এবং ওখান থেকে যাত্রী নেয় তারা। সমুদ্রে ট্যুর করে ওখানে আবার যাত্রী নামিয়ে দেয়।

মাহবুব হোসেন জানান, বৈঠকে 'সামুদ্রিক পর্যটন নীতিমালা-২০২৩' এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন আমাদের এরকম টার্মিনাল করা যায় বা জেটি নির্মাণ করা যায়। স্থানগুলো চিহ্নিত করে সেখানে নির্মাণ কাজটি যেন দ্রুত শুরু করতে পারেন। এজন্য সমীক্ষা পরিচালনা এবং এ ব্যাপারে কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি। 

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী সম্ভাব্যতা যাচাই করতে বলেছেন, কোথায় করা যায় এবং কীভাবে করা যায়, সেটার জন্য উনি বলে দিয়েছেন।

পেঁয়াজ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রীপরিষদ সচিব জানান, হঠাৎ পেঁয়াজের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার।

এসএইচআর/পিএইচ