ছোঁয়াচে রোগে আক্রান্ত কর্মীদের দিয়ে খাদ্যপণ্য উৎপাদন করছে মধুবন
চট্টগ্রাম নগরের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার (১১ ডিসেম্বর) সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় প্রসিদ্ধ খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মধুবন সুইটস ইন্ডাস্ট্রিজ লিমিটেটের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন এবং খাদ্যপণ্যে অননুমোদিত রং ও রাসায়নিক (হাইড্রোজ) ব্যবহার করতে দেখা যায়।
বিজ্ঞাপন
এছাড়া প্রতিষ্ঠানটিতে ছোঁয়াচে রোগে আক্রান্ত কর্মীদের দিয়ে খাদ্যপণ্য উৎপাদন, অসম্পূর্ণ লেভেলিং, পোড়া তেলের ব্যবহারসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হয়। এসব অনিয়মের দায়ে তিন লাখ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
বিজ্ঞাপন
জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, মধুবন ছাড়া আজ (সোমবার) হোসেন ফুড অ্যান্ড কোম্পানি (ডায়মন্ড সেমাই অ্যান্ড নুডলস) কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই প্রতিষ্ঠানেও অস্বাস্থ্যকর পরিবেশ, অগ্রিম উৎপাদন ও মেয়াদের তারিখ স্থাপন, লাইসেন্স না থাকাসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হয়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
এমআর/এমএ