চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে থানার সিআরবি ফ্রান্সিস রোডের মুখ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি টিপ ছোরা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দেলোয়ার হোসেন (২৪), আব্দুল মালেক ওরফে মানিক (২৩), আলী আকবর ওরফে আলী (২৬), নুরুল ইসলাম রুবেল (৩০), মাহমুদ উল্লাহ (৩২), মনির হোসেন (২০) ও বেলাল হোসেন (১৭)।

পুলিশ জানায়, আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুসহ আসামিরা কোতোয়ালি থানার বিআরটিসি, সিআরবি, স্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজারকেন্দ্রিক যাতায়াতকারী গাড়ী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সূত্রে সংবাদ পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বাদী হয়ে দণ্ডবিধি আইনের ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হচ্ছে।

এমআর/এমএসএ