চট্টগ্রামে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় মো. আবদুল্লাহ নামে ১২ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে থানার বন্দরটিলার আয়েশার মার গলির হামিদ আলী সুকানীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুল্লাহ ঝালকাঠি জেলার কাঠালিয়া গ্রামের মাহমুদ তালুকদারের বড় ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর বাবা একটি পোশাক কারখানায় চাকরি করেন। গতকাল (বুধবার) বিকেলে সে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন জানিয়েছে- নিখোঁজের পর তাদের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মো. জামান উদ্দিন বলেন, নিখোঁজের খবর পেয়ে আমরা গতকাল থেকে অভিযান পরিচালনা করেছি। এরই মধ্যে আজ সকালে ভুক্তভোগী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
এমআর/এমজে