বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড- ২০২০ বাস্তবায়নে একটি কারিগরি সমন্বয় কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। প্রস্তাবিত বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি গঠনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে কাজ করবে এ সমন্বয় কমিটি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবকে আহ্বায়ক করে ১৮ সদস্যবিশিষ্ট গঠিত এ কমিটির সদস্য সচিব করা হয়েছে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে।

ন্যাশনাল বিল্ডিং কোড যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ সমন্বয় কমিটি প্রয়োজনীয় পরামর্শ দেবে। 

এ ছাড়া একটি অনলাইন প্ল্যাটফর্ম গঠন, প্রয়োজনীয় তদারকি ও টেকসই স্থাপনা নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় পরিবীক্ষণ সিস্টেম প্রবর্তন এবং এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে এ কমিটি।

এসএইচআর/এমজে