চট্টগ্রামে দুবাইফেরত যাত্রীর কাছে মিলল কোটি টাকার সোনা
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা শহিদুল ইসলাম নামে এক যাত্রীকে কোটি টাকার সোনাসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে ৭টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।
বিজ্ঞাপন
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, আটক শহিদুলের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। বৃহস্পতিবার সকালে বিজি-১৪৮ নম্বর ফ্লাইটে তিনি চট্টগ্রাম পৌঁছেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের যুগ্ম পরিচালক বলেন, আটক যাত্রীর কাছ থেকে উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় এক কোটি টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
এমআর/এমএ