করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা ৩৮ জেলার মানুষকে সহায়তার উদ্যোগ নিয়েছে ব্র্যাক। কমিউনিটিকে সংযুক্তিকরণ এবং স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করতে অংশীদার বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে নিয়ে কাজে নামছে তারা। 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বাংলাদেশের সিভিল সোসাইটি অরগানাইজেশনগুলোর সম্মিলিত মঞ্চ সিএসও অ্যালায়েন্সের সঙ্গে জরুরি বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। 

‘করোনা প্রতিরোধে সামাজিক দুর্গ’ নামে সারাদেশে এনজিওগুলো একসঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে বলে সিদ্ধান্ত হয় বৈঠকে। এতে ঝুঁকিপূর্ণ ৩৮টি জেলায় সেবা পাবে ৫ কোটি ৮০ লাখ মানুষ।

এইচকে