চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে চুরি যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে ফেনীর পরশুরাম থেকে বাচ্চাটিকে উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যের কোনো সময়ে হাসপাতাল থেকে বাচ্চাটি চুরি হয়।

জানা যায়, চুরি যাওয়া নবজাতকটি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের নূর মোহাম্মদ সিকদার পাড়ার বাসিন্দা আবু মো. নোমানের মেয়ে। ৬দিন বয়সী এই নবজাতক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডের এনআইসিইউর ৩১ নম্বর বেডে চিকিৎসাধীন ছিল। 

আবু মো. নোমানের অভিযোগ, তার মেয়ে শিশু মঙ্গলবার সকাল ৮টার দিকে বেডে ছিল। দিনের ৮টা থেকে ২টা পর্যন্ত চিকিৎসকদের নিয়মিত রাউন্ড থাকায় এসময়ের মধ্যে হাসপাতালের ওয়ার্ডে কোনো শিশুর স্বজনকে থাকতে দেওয়া হয় না। বেলা ২টার পর হাসপাতালের ওয়ার্ডে গিয়ে তার শিশুকে আর পাওয়া যায়নি।

চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেও দেখা যাচ্ছিল প্রকৃত কাগজ নিয়েই বিভিন্ন বাচ্চা বের হয়। কিন্তু হিসেব করে ওয়ার্ডে একটি বাচ্চা অতিরিক্ত পাওয়া যায়। সিসিটিভি ফুটেজে এই বাচ্চা আনয়নকারী শনাক্ত করা হয়। এরপর নথিতে দেওয়া মোবাইলে যোগাযোগ করা হলে তার কথায় সন্দেহ হয়। এই সূত্র ধরে পুলিশ রাতেই ফেনীর পরশুরামে অভিযান চালিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে। 

এমআর/এমএসএ