টেশিসের নতুন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফখরুল হায়দর চৌধুরী

টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডের (টেশিস) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী ফখরুল হায়দর চৌধুরী। দুই বছরের মেয়াদে তিনি টেশিস-এ যোগদান করেন। বাংলাদেশ টেলি-কমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের জেনারেল ম্যানেজার মীর মোহাম্মদ মোরশেদ এ তথ্য ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

এর আগে ১৮ মাস টেশিসের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন শেষে তিনি গত ১ মার্চ অবসর উত্তর ছুটিতে যান। স্বল্প সময়ে দায়িত্ব পালনে তিনি টেশিসের দীর্ঘদিনের একাধিক সমস্যা সমাধান করে এ সংস্থাকে সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ’ কর্মসূচিতে অবদান রাখেন।

টেশিসের অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থে টেশিস পরিচালনা পরিষদের সুপারিশে তিনি সরকারি আদেশে গত ৮ এপ্রিল পুনরায় এ পদে নিয়োগ পান।

ফখরুল লক্ষ্মীপুর জেলায় ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম খোরশেদ আলম চৌধুরী (তালিকাভুক্ত আনসার কমান্ডার) মুক্তিযুদ্ধের শুরুতে স্থানীয় স্কুল মাঠে গ্রামের ছাত্র-যুবাদের যুদ্ধের প্রাথমিক প্রশিক্ষণ দেন। মা মরহুম রাজিয়া আরা চৌধুরাণী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডসহ ইউনিয়ন পরিষদে সম্পৃক্ত ছিলেন।

একাডেমিক ক্যারিয়ারে সব পরীক্ষায় ১ম বিভাগ পাওয়া ফখরুল ৯ম বিসিএসে (টেলিকম) ক্যাডার কর্মকর্তা হিসেবে ২৬ জানুয়ারি ১৯৯১ তারিখে সাবেক টিএন্ডটিতে সহকারী বিভাগীয় প্রকৌশলী পদে যোগদান করেন। টিএন্ডটির বিভিন্ন বিভাগে/অঞ্চলে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে তিনি ২০১৯ সালের ৩০ জুন টেশিসের ব্যবস্থাপনা পরিচালক পদে পেষণে যোগদান করেন।

ছাত্রজীবন থেকে ফখরুল সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমান ডুয়েট) প্রথম ছাত্র প্রতিনিধি পরিষদের সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ ডুয়েট শাখার অন্যতম প্রতিষ্ঠাতা এবং ‘বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ’ প্রতিষ্ঠাতা কমিটির (ইসি ১৯৯৬-১৯৯৭) কার্যনির্বাহী সদস্য। সাংগঠনিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় তিনি ‘ডুয়েট ছাত্রলীগ এলামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়েকা)’ প্রথম কার্যনির্বাহী পরিষদের সভাপতি ছিলেন।

১৯৮৪ থেকে লক্ষ্মীপুর জেলা সমিতি, ঢাকার সঙ্গে যুক্ত আছেন সরকারের এই কর্মকর্তা। ২০১১ থেকে ২০১৩ এবং ২০১৪-২০১৭ দুই মেয়াদে তিনি সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি সমিতির বহুতল ভবন নির্মাণ, সমিতির সদস্য সংখ্যা দ্বিগুণে উন্নীত করেন।

একে/এমএইচএস