রাজধানীর যাত্রাবাড়ীতে আইএমইআই নাম্বার পরিবর্তন ও ফ্ল্যাশ করার ডিভাইসসহ নওসাত হোসেন ওরফে শান্ত নামে একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ।

রোববার (২৫ ডিসেম্বর) কোনাপাড়ার মান্নান স্কুল মার্কেটের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল কয়েকজন ব্যক্তি কোনাপাড়ার মান্নান স্কুল মার্কেটের দোকানের ভেতর চোরাই মোবাইল কেনা-বেচা করছে, এমন তথ্য আসে আমাদের কাছে। তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে আটক করা হয়।

ইমরান হোসেন মোল্লা আরও জানান, তার কাছ থেকে ১১টি অকেজো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৮টি অকেজো বাটন মোবাইল ফোন, ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের বডি এবং ৩টি মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তন ও ফ্ল্যাশ করার ডিভাইস জব্দ করা হয়। আটক শান্তকে আদালতে পাঠানো হয়েছে।

এমএসি/পিএইচ