জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী ট্রান্সজেন্ডার কোটা বাতিলের দাবি করেছে। কমিশন মনে করে এ ধরনের কর্মকাণ্ড অমূলক এবং এক্ষেত্রে জ্ঞানের সীমাবদ্ধতা প্রতীয়মান।

বুধবার (২৭ ডিসেম্বর) জাতীয় মানবাধিকার কমিশনের সভাকক্ষে আশার আলো সোসাইটি এবং দুর্জয় নারী সংঘের আয়োজনে ‘ট্রান্সজেন্ডার ভিজিবিলিটি, রিপ্রেজেন্টেশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, হিজড়া জনগোষ্ঠী পিছিয়ে নেই, বরং তাদের পিছিয়ে রাখা হয়েছে। আমরাই তাদের পিছিয়ে রেখেছি। আমাদের সংবিধানে সবার সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। কোনো জনগোষ্ঠীকে অধিকার থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। হিজড়া জনগোষ্ঠীর প্রতি প্রচলিত বৈষম্য মর্মপিড়াদায়ক।

গোলটেবিল বৈঠকে হিজড়াদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সমস্যার সমাধান, চাকরি প্রাপ্তি, ঋণ সহায়তা, যাবতীয় কুসংস্কার দূরীকরণ, লিঙ্গবৈষম্য, শারীরিক গঠন ও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।

গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা। বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাইনুল ইসলাম, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, ইউএনএইডের কান্ট্রি ডিরেক্টর ড. সায়মা খান।

আরএইচটি/এসএম