প্রবাসীর কাছে চাঁদা দাবি, কাস্টম হাউসের সেপাই গ্রেপ্তার
বিদেশ থেকে আগত প্রবাসীর পাসপোর্ট আটকে রেখে চাঁদা দাবির ঘটনায় আছাদুল্লাহ্ হাবিব (৩০) নামে ঢাকা কাস্টম হাউসের এক সেপাইকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে দক্ষিণ খান এলাকায় প্রবাসীর কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা নেওয়ার সময় হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দক্ষিণ খান থানায় মামলা করেছেন দুবাই ফেরত যাত্রী সজিব আহমেদ।
বিজ্ঞাপন
মামলা সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর একটি ফ্লাইটে দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন যাত্রী সজিব আহমেদ (২৮)। তিনি তার সঙ্গে ৫টি মোবাইল ফোন নিয়ে আসেন। ফোনগুলোর জন্য বিমানবন্দরের ডিউটিরত কাস্টমস কর্মকর্তারা শুল্ক দেওয়ার জন্য বলেন। তখন সজিব আহমেদ ৭৯ হাজার ১৫২ টাকা শুল্ক দেন। পরবর্তীতে ভুলবশত যাত্রী সজিব আহমেদ তার পাসপোর্টটি কাস্টমস এলাকায় ফেলে চলে আসেন।
বাসার যাওয়ার পর তার মোবাইলে ভারতীয় একটি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করেন কাস্টমসের সেপাই আছাদুল্লাহ্ হাবিব। পাসপোর্টটি ফেরত নেওয়ার জন্য ১ লাখ টাকা চাঁদা দাবি করেন কাস্টমসের সেপাই আছাদুল্লাহ্ হাবিব (৩০)। টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে আর্মড পুলিশ সদস্যরা। পরে তার বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা করেন যাত্রী সজিব আহমেদ।
বিজ্ঞাপন
বুধবার (২৭ ডিসেম্বর) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ খান থানার ডিউটি অফিসার এসআই কবির। তিনি বলেন, চাঁদাবাজির মামলায় কাস্টমসের সেপাই আছাদুল্লাহ্ হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমএসি/পিএইচ