চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার এলাকায় আলুর আড়তে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় মূল্য তালিকা ও ক্রয় রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় চারটি আড়তের মালিককে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা করা ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো, কুসুমপুরা ট্রেডার্স, মামুন ট্রেডার্স, শাহ আমানত ট্রেডার্স ও ইউসুফ ট্রেডার্স।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, আলু সিন্ডিকেট করে মজুত রেখেছে এমন কারো সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ হতে এ ধরনের অভিযান চলমান থাকবে। 

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পেপারলেস বিজনেস করা যাবে না। আমরা সবসময় বলি সকল ব্যবসায়ীদের ক্রয় ও বিক্রয় রশিদ এর মাধ্যমে ব্যবসা পরিচালনা করার জন্য। কিন্তু দেখা যায়, একটি চক্র সিন্ডিকেট করে ব্যবসা পরিচালনা করেন। এটি কখনোই কাম্য নয়।

এমআর/এসকেডি