সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বিপক্ষে অপপ্রচার চালানোর অভিযোগ মামলা করা হয়েছে। গত সোমবার (১ জানুয়ারি) সাইবার নিরাপত্তা আইনে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এই মামলা করেন বিআরটিসি কল্যাণপুর বাস ডিপোর ম্যানেজার শাহরিয়াল বুলবুল সাদি।

বুধবার (৩ জানুয়ারি) বিআরটিসির জনংযোগ কর্মকর্তা হিটলার বল এ তথ্য জানান। 

তিনি বলেন, এক সময়ে লোকসানে ধুঁকতে থাকা বিআরটিসি ৩ বছর ধরে মুনাফা করছে। সব কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা দিচ্ছে। বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে নতুন বাস। এমন সময়ে একটি চক্র বিআরটিসির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারবাহিক অপপ্রচার চালাচ্ছে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ‘শান্তির পায়রা’, ‘বিআরটিসির অনিয়ম’, ‘বিআরটিসির ড্রাইভার সংগঠন’, ‘বিআরটিসির দুর্নীতি’, ‘বিআরটিসি রাঘব বোয়াল’, ‘বিআরটিসি লুটপাট’ এবং ‘বিআরটিসির অনিয়ম-দুর্নীতি’ নামের সাতটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

এমএইচএন/জেডএস