সেই এমপি প্রার্থী সালাউদ্দিনকে চাকরি থেকেও বরখাস্ত
সরকারি চাকরির তথ্য গোপন করে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের স্বতন্ত্র প্রার্থী হওয়া মো. সালাউদ্দিনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন মো. ইলিয়াস চৌধুরীর সই করা একটি আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন।
বিজ্ঞাপন
আদেশে উল্লেখ করা হয়, মোহাম্মদ সালাউদ্দিন স্বাস্থ্য সহকারী হিসেবে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে কর্মরত ছিলেন। তিনি ১৬তম গ্রেডের কর্মচারী হলেও দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি হলফনামায় নিজেকে ব্যবসায়ী উল্লেখ করে তার চাকরির তথ্য গোপন করে প্রার্থী হয়েছেন। পাশাপাশি তিনি কর্মস্থলেও অনুপস্থিত রয়েছেন। তাকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ এবং তার প্রার্থী হওয়ার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। যা সরকারি বিধি অনুসারে চূড়ান্ত অসদাচরণ। তাই তাকে চাকরি বিধিমালা অনুসারে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে ৩১ ডিসেম্বর মোহাম্মদ সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে ওইদিন তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এমআর/এসএম