প্রিসাইডিং অফিসার লাঞ্ছিত
কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীনের বিরুদ্ধে মামলা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ঢাকা-৩ আসনের তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মোছলেম রেজাকে লাঞ্ছিত করার অভিযোগে কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আহম্মেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা নং-৬। নির্বাচন আইন লঙ্ঘন করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
বিজ্ঞাপন
ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান মামলাটি দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজকে আমাদের এক প্রিসাইডিং অফিসারকে উপজেলার চেয়ারম্যান শাহীন মারধর ও লাঞ্ছিত করেন। পরে বিষয়টি আমাদের নজরে আসলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এনআর/এসকেডি
বিজ্ঞাপন