চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ৬০ হাজার ৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আবুল হোসেন পেয়েছেন ১ হাজার ৬৬১ ভোট। তিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

রোববার (৭ জানুয়ারি) রাতে গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা। 

এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৭ প্রার্থী। তাদের মধ্যে জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী লাঙ্গল প্রতীকে ১ হাজার ৯২ ভোট, তৃণমূল বিএনপির মকবুল আহম্মদ চৌধুরী সোনালী আঁশ প্রতীকে ২৭৮ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ আরিফ মঈন উদ্দীন একতারা প্রতীকে ১৮২ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক বটগাছ প্রতীকে ২৮৫ ভোট এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ হামেদ হোছাইন চেয়ার প্রতীকে ২৯৩ ভোট পেয়েছেন।

এমআর/এমজে