চট্টগ্রাম-৯ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৯৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (লাঙ্গল) সানজীদ রশীদ চৌধুরী পেয়েছেন ১ হাজার ৯৮২ ভোট।

রোববার (৭ জানুয়ারি) দিবাগত রাতে আসনটির রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবু আজম (মোমবাতি) পেয়েছেন ১ হাজার ৫৩২ ভোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (কুঁড়েঘর) মিটল দাশগুপ্ত পেয়েছেন ৯২৮ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার) পেয়েছেন ১ হাজার ৯১৪ ভোট, বাংলাদেশ কল্যাণ পার্টির মোহাম্মদ নূরুল হোসাইন পেয়েছেন (হাতঘড়ি) ৫৩৭ ভোট এবং তৃণমূল বিএনপির সুজিত সরকার (সোনালী আঁশ) ৬৭২ ভোট।

আসনটিতে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৯ হাজার ৫৭৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৪০ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ভোট বাতিল হয়েছে ২ হাজার ৩১৬ জনের।

এমআর/এসকেডি