দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন জয় লাভ করেছেন। ভোটের হিসাবে দেখা গেছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে সাঈদ খোকনের ভোটের আকাশ-পাতাল ব্যবধান। নৌকা প্রতীকে সাঈদ খোকন পেয়েছেন ৬১ হাজার ৭০৩ ভোট এবং মিনার প্রতীকে রবিউল আলম মজুমদার পেয়েছেন ১ হাজার ১১৩ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা গেছে। সাঈদ খোকনের জনসংযোগ কর্মকর্তা জাহিদ আলম ইমন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফলাফলে দেখা গেছে, ঢাকা-৬ আসনে সাইকেল প্রতীকে সৈয়দ নাজমুল হুদা পেয়েছেন ৪১৮ ভোট, ছড়ি প্রতীকে মো. আকতার হোসেন পেয়েছেন ৩৬৩ ভোট। মাছ প্রতীকে মো. আমিনুল ইসলাম সরকার পেয়েছেন ৩০১ ভোট। এছাড়াও সোনালী আঁশ প্রতীকে কাজী সিরাজুল ইসলাম পেয়েছেন ২৭৯ ভোট এবং আম প্রতীকে আবু হামিদুল রেজা খান ভাসানী পেয়েছেন ২৮৪ ভোট।

এর আগে বেলা ১২টায় বংশাল নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সাঈদ খোকন। এ সময় মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারজানা সাঈদ, মেয়ে অধরা ও অররা সাঈদ ছাড়াও দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টিআই/এসকেডি