দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের গণনা শেষে ফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তারা। এখনো পূর্ণাঙ্গ ফল না এলেও বেশিরভাগ জায়গায় এরইমধ্যে ধরাশায়ী হয়েছেন অনেক হেভিওয়েট প্রার্থীরা। তাদের মধ্যে রয়েছেন— জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির চেয়ারম্যান (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু, বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

একই সঙ্গে ভোটের মাঠে মোটেও সুবিধা করতে পারেননি তৃণমূল বিএনপির শীর্ষ নেতারা। পরাজয়ের খাতায় নাম লিখিয়েছেন দলটির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী ও মহাসচিব তৈমুর আলম খন্দকার।

আবার ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েও তা তীরে ভেড়াতে পারেননি পিরোজপুর-২ আসন থেকে সাত বারের নির্বাচিত আনোয়ার হোসেন মঞ্জু।

নৌকা প্রতীক নিয়ে হেরেছেন কুষ্টিয়া ২ আসনে ১৪ দলীয় জোটের মনোনীত প্রার্থী হাসানুল হক ইনু। স্বতন্ত্র প্রার্থীর কাছে ২৩ হাজার ৩৫৪ ভোটে হেরেছেন তিনি।

সোনালী আঁশ প্রতীক নিয়ে সুবিধা করতে পারেননি তৃণমূল বিএনপির শীর্ষ নেতা শমসের মবিন চৌধুরী (সিলেট-৬ আসন) ও তৈমুর আলম খন্দকারও (নারায়ণগঞ্জ-১ আসন)। মুন্সিগঞ্জ থেকে নির্বাচনে হেরেছেন বিকল্প ধারার বর্তমান সংসদ সদস্য মাহী বি চৌধুরী। 

টাঙ্গাইল-৮ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীও পরাজিত হয়েছেন। গামছা প্রতীকে নির্বাচন করে তিনি পেয়েছেন ৬৭ হাজার ৫০১ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহানের কাছে ৯৬ হাজার ৪০১ ভোটে পরাজিত হয়েছেন তিনি। 

এছাড়া, রংপুর- ১ আসনের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলুর কাছে হেরেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

আরএইচটি/কেএ