মহাখালী বাস টার্মিনালের পরিবহন শ্রমিকরা পেলেন উপহার/ ছবি- ঢাকা পোস্ট

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের পঞ্চম দিন চলছে। যে কারণে বন্ধ আছে সব ধরনের গণপরিবহন চলাচল। ফলে বেকার হয়ে পড়েছেন পরিবহন শ্রমিকরা। এ অবস্থায় রাজধানীর মহাখালী বাস টার্মিনালের কর্মহীন ১২শ পরিবহন শ্রমিক এই লকডাউনে উপহার পেয়েছেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালী বাস টার্মিনালের ১২শ পরিবহন শ্রমিকদের মাঝে চাউল, আলু, তেল, ডাল, পেঁয়াজসহ ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও এনা ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্যাহ। তিনি তার নিজস্ব তহবিল হতে পরিবহন শ্রমিকদের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পরিবহন শ্রমিকদের দুর্দিনে এগিয়ে আসার অনুইরোধ জানান খন্দকার এনায়েত উল্যাহ

এ সময় খন্দকার এনায়েত উল্যাহ বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের সময় সব গণপরিবহন বন্ধ রয়েছে। এ অবস্থায় দেশের সব পরিবহন মালিক, মালিক সমিতি, পরিবহন কোম্পানির নেতাদের অনুরোধ জানিয়ে বলতে চাই, আপনারা সবাই এসব পরিবহন শ্রমিকদের এমন দুর্দিনে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন। এসব অসহায় পরিবহন শ্রমিকদের পাশে দাঁড়ান। আমি নিজ উদ্যোগে এই অল্প পরিসরে আজ থেকে শুরু করেছি। আপনারও এটি শুরু করে তাদের পাশে দাঁড়ান।

ত্রাণসামগ্রী হাতে পাওয়ার পর মাসুদুর রহমান নামের এক পরিবহন শ্রমিক বলেন, লকডাউনে আমরা পুরোপুরি বসা আছি। কোনো কাজ নেই, কোনো আয়-রোজগারও নেই। আমরা যারা পরিবহন শ্রমিক তারা দিনের বেতন দিনে পাই। ঘরে খাবার নেই, কাছে টাকা নেই। এরমধ্যে আমাদের মাঝে মালিক সমিতির নেতা এনায়েত উল্যাহ নিজের উদ্যোগে যেসব উপহার দিয়েছেন, এতে আমরা খুশি এবং আমাদের অনেক বড় উপকার হয়েছে। এসব উপহারের মধ্যে চাউল, আলু, তেল, ডাল, পেঁয়াজ আছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদিকুর রহমান হিরু, কার্যকারী সভাপতি ওসমান আলী, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ সদু, মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম, সহসভাপতি শওকত আলী বাবলু, সাধারণ সম্পাদক আব্দুল মালেক প্রমুখ।

এএসএস/এইচকে