চলমান উন্নয়নমূলক কাজ শেষ করে যেতে পারাটাকেই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ইয়াফেস ওসমান বলেন, গত তিন টার্মে কোনো চ্যালেঞ্জ দেখিনি। এখন আবার কী চ্যালেঞ্জ? এখন মূলত যেগুলো শুরু করেছিলাম সেগুলো শেষ করে যেতে পারাটাই বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সব সময় সৎ লোককে মূল্যায়ন করেন। আমি মনে করি বাংলাদেশের সবাই যদি সৎভাবে কাজ করে তাহলে চারবার কেন পাঁচবার ছয়বার মন্ত্রী হতে পারব। এটাই প্রমাণ হয়েছে।

এসএইচআর/এসকেডি