চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক দপ্তরের ভাইস মিনিস্টার সুন হাইয়ান ঢাকায় পৌঁছেছেন। মালদ্বীপ হয়ে ঢাকায় এসেছেন তিনি।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত পৌনে নয়টার দিকে বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সুন হাইয়ান। বিমানবন্দরের একটি সূত্র সুনের ঢাকায় পৌঁছানোর তথ্য ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, তিন দিনের সফরে চীনা ভাইস মিনিস্টার আগামীকাল বুধবার (২৪ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ দিন তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।

এ ছাড়া, ঢাকা সফরে চীনা ভাইস মিনিস্টার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করবেন। পাশপাপাশি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। ঢাকার চীনা দূতাবাসের কিছু আনুষ্ঠানিকতাতে যোগ দেবেন সুন।

ঢাকার কূটনৈতিক অঙ্গন সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বিপরীত অবস্থানে ছিল চীন ও রাশিয়া। দেশ দুটি বাংলাদেশের নির্বাচনের প্রশংসা করার পাশাপাশি পুনরায় সরকার গঠন করায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে অভিনন্দন ও সমর্থন দিয়েছে। নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য আগ্রহও ব্যক্ত করেছে।

গত ৭ জানুয়ারি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে টানা চতুর্থ এবং পঞ্চম মেয়াদে গত ১১ জানুয়ারি সরকার গঠন করেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যা নতুন সরকার গঠনের পর এটি চীন থেকে এবং বিদেশি কোনো প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর।

ঢাকার এক কূটনীতিক বলেন, রাজনৈতিক সম্পর্ক বাড়াতে চায় চীন। ক্ষমতাসীন দলের সঙ্গে চীনের ক্ষমতাসীনদের মধ্যে রাজনৈতিক যোগাযোগ বাড়ানোর জন্য সুনের এ সফর হতে পারে। সফরে রোহিঙ্গা ইস্যু ও অন্যান্য দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার সুযোগ থাকবে।

প্রসঙ্গত, গত বছরের মে মাসের শেষের দিকে বাংলাদেশ সফর করেছিলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং। সেবার চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব থাকা ওয়েইডং পাইলট প্রকল্পের আওতায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতেই বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি। কিন্তু বাংলাদেশ তখন রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে প্রস্তুত ছিল না। 

সেবার ঢাকায় দুই দেশের ফরেন অফিস কনসালটেশনে বেইজিংয়ের নেতৃত্ব দিয়েছিলেন ওয়েইডং। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এনআই/কেএ