চট্টগ্রামের পটিয়ায় আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার অভ্যন্তরীণ বিরোধের জেরে ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরে বিক্ষুব্ধ ছাত্ররা মাদ্রাসা থেকে বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে। এতে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। রোববার (২৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে মাদ্রাসার ভেতরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় কয়েকজন ছাত্রকে বেধড়ক পেটানো হয়। পরে শত শত ছাত্র মাদ্রাসা ছেড়ে বের হয়ে আসেন। তারা খণ্ড খণ্ড হয়ে পটিয়া পৌরসভার ডাকবাংলো মোড় থেকে বাইপাস মোড় পর্যন্ত এলাকায় অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। কিছু ছাত্র মাদ্রাসা সংলগ্ন চট্টগ্রাম-দোহাজারি রেললাইনের ওপর অবস্থান নেন। তাদের মাদ্রাসা লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা যায়।

চট্টগ্রামের পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, মাদ্রাসার ভেতরে সমস্যা। কিন্তু ছাত্ররা বের হয়ে মহাসড়কের আশপাশে অবস্থান নেয়। এতে মহাসড়কে গাড়ি চলাচল ঘণ্টাখানেকের মতো বন্ধ ছিল। এখন স্বাভাবিক রয়েছে।

এমআর/এসএসএইচ