রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে দ্য নিউ যাত্রী সেবা নামের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুপুর ২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।

এমএসি/জেডএস