গাজায় গণহত্যা বন্ধ ও ইসরায়েলি সন্ত্রাসীদের বিচারের দাবি
ইসরায়েলি সন্ত্রাসী কর্তৃক গাজায় অব্যাহত গণহত্যা বন্ধ, রাফাহ বর্ডার খুলে দেওয়া ও সন্ত্রাসীদের আন্তর্জাতিক আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম প্রাঙ্গণে আন্তর্জাতিক কুদস সপ্তাহ বাংলাদেশের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে ফিলিস্তিন ওলামা পরিষদের অ্যাম্বাসেডর মুহাইমিনুল হাসান রিয়াদ বলেন, ইসরায়েল যে মানবাধিকার লঙ্ঘন করছে এর বিরুদ্ধে জাতিসংঘে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাতে হবে। এই অপশক্তিরা যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনো মা বোনের ইজ্জত থাকবে না। ইসরায়েলিরা বিশ্বের ক্যান্সার। আর ক্যান্সার হলে সেটা কেটে ফেলা ছাড়া কোনো সমাধান নেই। ইসরায়েলিদেরও বিশ্ব থেকে কেটে ফেলতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন,একটা সময় বাংলাদেশের পাসপোর্টে উল্লেখ ছিল একসেপ্ট ইজরায়েল। কিন্তু সেটা উঠিয়ে নেওয়ার মাধ্যমে কি বাংলাদেশ তাদের সঙ্গে সম্পর্কে জড়াতে চাচ্ছে?আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অচিরেই পাসপোর্ট একসেপ্ট ইজরায়েল লেখা দেখতে চাই। মুক্তিযুদ্ধের সময় কিন্তু বাঙালিরা ইজরায়েলের সহায়তা নেয়নি। স্বাধীনতা পরবর্তী সময়ে যখন তারা স্বীকৃতি দিতে চায় সেটাও বঙ্গবন্ধু গ্রহণ করেননি। সুতরাং অচিরেই পাসপোর্ট একসেপ্ট ইজরায়েল অন্তর্ভুক্ত করতে হবে।
ওএফএ/এসকেডি