ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক পদে আবদুল্লাহ নোমানের যোগদান
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেছেন আবদুল্লাহ নোমান।
রোববার (৪ ফেব্রুয়ারি) ডিপিডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
বিজ্ঞাপন
দায়িত্ব গ্রহণের পর আবদুল্লাহ নোমান সবার সহযোগিতা কামনা করেন। এছাড়াও প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে ডিপিডিসিকে স্মার্ট বিদ্যুৎ বিতরণ সংস্থায় পরিণত করতে সকলকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
প্রকৌশলী হিসেবে তিন দশকের বেশি সময় ধরে আবদুল্লাহ নোমান বাংলাদেশের বিদ্যুৎ খাতের সঙ্গে যুক্ত রয়েছেন। ডিপিডিসিতে ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদানের পূর্বে তিনি ডিপিডিসির নির্বাহী পরিচালক (আইসিটি এন্ড প্রকিউরমেন্ট) পদে কর্মরত ছিলেন। আবদুল্লাহ নোমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও পেশাগত দক্ষতা অর্জনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, চীন, ইতালি, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।
বিজ্ঞাপন
ওএফএ/এসকেডি