‍‍‍‍‍‍‍দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম মিশন প্রধান আব্দুসসাত্তর এসওএভ।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে আইওএমর বিভিন্ন কার্যক্রম সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। 

আইওএম প্রধান এ সময় বলেন, ২০১৬ সালে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক রোহিঙ্গাদের এদেশে আগমনের ঢল শুরু হওয়ার পর ২০১৭ সালের আগ পর্যন্ত এককভাবে আইওএম শরণার্থী ক্যাম্পগুলোতে তাদের কার্যক্রম পরিচালনা করে।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, শরণার্থী সেলের প্রধান (অতি.সচিব) মো. হাসান সারওয়ার ও কে এম আব্দুল ওয়াদুদ (অতি. সচিব) এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। 

এসএইচআর/এসকেডি