সংসদ অধিবেশন থাকায়
বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে আসছেন না প্রধানমন্ত্রী
জাতীয় সংসদের অধিবেশন থাকায় বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে আসছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় তিনি এ কথা জানান।
বিজ্ঞাপন
তপন কান্তি ঘোষ বলেন, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে আসার কথা থাকলেও সেটা বাতিল হয়েছে। সংসদ অধিবেশনসহ অন্যান্য কারণে তিনি এখন আসছেন না, পরে আসবেন।
সেটা কবে সেই তারিখ এখনও নির্ধারণ করা হয়নি বলেও জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
বিজ্ঞাপন
এসএইচআর/জেডএস