বিশ্বব্যাংকের ওয়াশিংটনের প্রধান কার্যালয়ের বিকল্প নির্বাহী পরিচালক পদে আহমদ কায়কাউসের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। এই নিয়োগ বাতিল চেয়ে ইতোমধ্যে সরকারের কাছে আবেদন করেছিলেন কায়কাউস।

বুধবার (৭ ফেব্রুয়ারি) তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাবেক মুখ্য সচিব কায়কাউস ২০২২ সালের ৭ ডিসেম্বর তিন বছরের জন্য চুক্তিতে বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক নিয়োগ পান। সেই হিসেবে এখনো তার প্রায় দুই বছর মেয়াদ ছিল। 

গুঞ্জন রয়েছে, আরও বড় দায়িত্ব পেতে পারেন কায়কাউস। সেজন্য পদ ছাড়ার জন্য আবেদন করেছিলেন।

এসএইচআর/এমজে