টিকার সনদেই কোভিড বানান ভুল
করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর যে সার্টিফিকেট বা সনদপত্র দেওয়া হচ্ছে সেখানে বাংলা বানান ভুল রয়েছে। ইংরেজিতে Covid 19 লেখার নিচে বাংলায় লেখা আছে কোভিভ ১৯, সঠিক হবে কোভিড ১৯।
১০ জনের অধিক ব্যক্তির টিকার সনদপত্র যাচাই করে দেখা গেছে, প্রত্যেক সনদেই একই ভুল রয়েছে। এছাড়া অনেকেই ঢাকা পোস্টের কাছে বিষয়টি জানিয়েছেন। অনলাইনে সুরক্ষা অ্যাপ থেকে এ সনদপত্র সোমবার (২০ এপ্রিল) অনেকেই ডাউনলোড করে প্রিন্ট করার পর এ ভুলটি দেখতে পেয়েছেন।
বিজ্ঞাপন
একদিকে বাংলা আন্তর্জাতিক ভাষা অপরদিকে টিকা গ্রহণের এ সনদপত্রও আন্তর্জাতিকভাবে ব্যবহার হবে। গুরুত্বপূর্ণ এ সনদপত্রে এমন ভুল বানানে হতাশ সাধারণ মানুষ। দ্রুতই এ ভুল বানান সংশোধনের দাবি তাদের।
বিজ্ঞাপন
সোমবার (২০ এপ্রিল) দ্বিতীয় ডোজের টিকা নিয়ে সনদপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করার পর ভুলটি চোখে পড়ে মাইদুল ইসলাম নামে এক ব্যক্তির। তিনি ঢাকা পোস্টকে বলেন, সনদপত্র পাওয়ায় খুবই ভালো লেগেছে। কিন্তু বাংলা বানান ভুল চোখে পড়ায় মনটা খারাপ হয়ে গেছে। আন্তর্জাতিক মানের এ সনদে বাংলা বানানটাই ভুল। বানান দ্রুত সংশোধন করা উচিত।
আরও পড়ুন - অনলাইনে করোনার টিকা সনদ সংগ্রহ করবেন যেভাবে
মো. কামরুজ্জামান নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে সনদপত্রের বানানটি দ্রুত ঠিক করার দাবি জানিয়েছেন। তিনি লেখেন, ‘টিকা সার্টিফিকেটটিতে ভুল আছে, জরুরিভাবে ঠিক করতে হবে। কোভিভ-১৯ নয়, হবে কোভিড-১৯ । কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর সুরক্ষা অ্যাপে গিয়ে টিকা সনদ সংগ্রহ অপশনে ক্লিক করলেই প্রয়োজনীয় তথ্য দিয়ে এ সনদপত্র সংগ্রহ করা যাচ্ছে। তবে যারা দ্বিতীয় ডোজের এসএমএস পেয়ে টিকা নিয়েছেন তারাই কেবল টিকার এ সনদপত্র সংগ্রহ করতে পারছেন।
স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ডা. মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমি করোনা আক্রান্ত ছিলাম। বিষয়টা এখনও জানি না। আর এ সনদ আইসিটি বিভাগ তৈরি করেছে। আমি আপনার ম্যাসেজটা উনাদের কাছে পাঠিয়ে দেবো।
উল্লেখ্য, গত শনিবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৬৮ লাখ ৫০ হাজার ৮০৯ জন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫৬ লাখ ৯৯ হাজার ৪২ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ১১ লাখ ৫১ হাজার ৭৬৭ জন। সেরাম ইনস্টিটিউট থেকে উপহারের টিকাসহ দেশে মোট টিকা এসেছে ১ কোটি ২ লাখ ডোজ। ওই হিসাবে প্রথম ও দ্বিতীয় ডোজ শেষে টিকার মজুদ রয়েছে মাত্র ৩৩ লাখ ৪৯ হাজার ডোজ।
একে/এসকেডি